Kuwait Fire: কুয়েতের বহুতলে বিধ্বংসী আগুন, ৪২ জন ভারতীয়র মৃত্যু, খোঁজ নিতে মুখ্যসচিবকে নির্দেশ মমতার

Continues below advertisement

কুয়েতের বহুতলে বিধ্বংসী আগুন, ৪২ জন ভারতীয়র মৃত্যু হয়েছে বলে খবর। কুয়েতের এক শ্রমিক আবাসনে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। যে বহুতলে আগুন লেগেছিল, তার মালিককে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। অনেক মৃতদেহ পুড়ে যাওয়ায়, পরিচয় নিয়ে সংশয় দেখা দিয়েছে। দেহগুলির ডিএনএ পরীক্ষা করানো হবে। মৃতদেহগুলিকে বায়ুসেনার বিশেষ বিমানে ফেরানো হবে বলে জানিয়েছেন, বিদেশ প্রতিমন্ত্রী। এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাহুল গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়। কুয়েতে থাকা বাঙালিদের খোঁজ নিতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব ও রেসিডেন্ট কমিশনারকে বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।                      

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram