প্রতিমা থেকে ফুল-ফল, চড়া বাজারদরের জেরে সঙ্কটে গৃহস্থের লক্ষ্মীর আরাধনা
Continues below advertisement
আজ লক্ষ্মী পুজো। তবে তিথি অনুযায়ী এবছর শুক্র ও শনি দুই দিন ধরে পড়ছে লক্ষ্মী পুজো। আজ ৫টা ৪৬ মিনিট থেকে আগামীকাল রাত ৮টা ১৯ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি। তাই দুইদিন সন্ধ্যায় পুজোর বিধান রয়েছে। মা লক্ষ্মীর হাত ধরেই ঘরে আসবে সমৃদ্ধি। তাই পুজোয় কোনওরকম কাপর্ণ্য চান না কেউই। কিন্তু সেই ধনদেবীর আরাধনা করতে গিয়েই মধ্যবিত্তের পকেটে টান পড়ছে। মধ্যবিত্তের চিন্তা বাড়িয়েছে অগ্নিমূল্য বাজারদর। ফুল-ফল থেকে শাক-সব্জি সব কিছুর দামই আকাশ ছোঁয়া। দাম বেড়েছে প্রতিমার, নব পত্রিকারও ।
Continues below advertisement
Tags :
Narkel Naru Today Market Price Coconut Laddu Lokkhi Pujo ABP Ananda LIVE Lakshmi Puja Abp Ananda