Lashkar E Taiba: লস্কর-ই-তৈবাকে সাহায্য প্রসঙ্গে দুজনের নামে চার্জশিট পেশ। Bangla News
Continues below advertisement
লস্কর-ই-তৈবাকে সাহায্য করেছিল কলকাতা থেকে ধৃত দুই সন্দেহভাজন। ভারত থেকে ধৃত সাতজনের মধ্যে দুজনের নামে চার্জশিট পেশ। রামভবন প্রসাদ ও চন্দন মাহাতোর নামে চার্জশিট পেশ। দিল্লির স্পেশাল কোর্টে চার্জশিট পেশ এনআইএ-র। রাজগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে এনআইএ। জঙ্গি কার্যকলাপে যুক্তদের জাল নথি, সিম কার্ড সরবরাহের অভিযোগ। ২০২১ সালে ওয়াটগঞ্জ থানার পুলিশ এই দুজনকে গ্রেফতার করে। পরে জামিন পায় রামভবন ও চন্দন। পরে কলকাতা থেকে গ্রেফতার করে দুজনকে দিল্লিতে নিয়ে যায় এনআইএ। পরে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন আইপিএস অরবিন্দ দিগ্বিজয় নেগীকেও।
Continues below advertisement
Tags :
India ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Charge Sheet Laskar E Taiba এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ রামভবন প্রসাদ