Firhad Hakim: কিছু মানুষ জোর করে ওখানে রয়ে গেছেন, বউবাজারে ফাটল প্রসঙ্গে ফিরহাদ । Bangla News

Continues below advertisement

বাড়িতে ফাটলের পর প্রায় তিন বছর কেটে গেছে। এখনও বাড়ি সারানো শুরুই হয়নি। 
কিছু মানুষ জোর করে ওখানে রয়ে গেছেন। আগে ২৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত, কেএমআরসিএল বলছে আরও ৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত। ভুল স্বীকার করুক, দাবি করেছি কেএমআরসিএল-র কাছে। এলাকার নিকাশি ব্যবস্থার হাল খারাপ। রুজি-রুটি অসুবিধাগুলি দেখবে কেএমআরসিএল। কোন বাড়ি ভাঙতে হবে, কোন বাড়ির সংস্কার হবে ?রিপোর্ট পেলে জানানো হবে। রিপোর্ট তৈরি করে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেবে পুরসভা। কলকাতার মানুষের সুবিধার জন্য এই টানেল। কলকাতায় যানবাহন চলাচলে সুবিধা হবে। মন্তব্য ফিরহাদের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram