Lata Mangeshkar Demise: লতার কনসার্টের টিকিট বিক্রি করে ৮৩-র বিশ্বজয়ী ক্রিকেটারদের দেওয়া হয়েছিল টাকা, স্মৃতিচারণে বেঙ্গসরকার। Bangla News
Continues below advertisement
এখন বিশ্বকাপ জিতলে ক্রিকেটাররা কোটি কোটি টাকা পান। কিন্তু, ১৯৮৩-তে প্রথমবার বিশ্বকাপে যখন চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, তখন ক্রিকেটারদের পুরস্কার দেওয়ার মতো অর্থ ছিল না বোর্ডের। বোর্ডের তৎকালীন কর্তা রাজ সিং দুঙ্গারপুর লতা মঙ্গেশকরকে অনুরোধ করেন, কনসার্ট করার জন্য। দিল্লিতে হওয়া জলসার টিকিট বিক্রি করে বিশ্বজয়ী প্রত্যেক ক্রিকেটারকে দেওয়া হয় এক লক্ষ টাকা করে। সেই স্মৃতি তুলে ধরলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও ৮৩-র বিশ্বজয়ী দলের সদস্য দিলীপ বেঙ্গসরকার।
Continues below advertisement
Tags :
Lata Mangeshkar Lata Mangeshkar Health Lata Mangeshkar News Lata Mangeshkar Age Lata Mangeshkar Death Lata Mangeshkar News Today Lata Mangeshkar Best Songs Lata Mangeshkar Demise Singer Lata Mangeshkar Health Lata Mangeshkar Death Date