লকডাউন উপেক্ষা করে আজ কলকাতা পুরসভায় এসে দলবেঁধে ডেপুটেশন বাম কাউন্সিলরদের
Continues below advertisement
লকডাউন উপেক্ষা করে আজ পুরসভায় এসে দলবেঁধে ডেপুটেশন দিলেন বাম কাউন্সিলররা। তাঁদের অনেকের মুখে মাস্ক থাকলেও পরস্পরের মধ্যে সামাজিক দূরত্ব ছিল না। যদিও বাম কাউন্সিলরদের দাবি, লোকে খাবার পাচ্ছে না বলেই তাঁদের আন্দোলনে নামতে হয়েছে। আজ পুরসভায় বাম কাউন্সিলররা ঠিক করেন মেয়রকে তাঁদের দাবি জানিয়ে ডেপুটেশন দেবেন। কিন্তু মেয়র ফিরহাদ হাকিম ছিলেন না। তখন পুর সচিবের কাছে তাঁরা ডেপুটেশন দেন। সেইসঙ্গে মেয়রকে খোলা চিঠিও দেন বাম কাউন্সিলররা। তাঁদের দাবি, যাঁদের রেশন কার্ড নেই, তাঁদেরও খাবার দিতে হবে। সেইসঙ্গে ১০ হাজার টাকা যাদের আয় সেই সব পরিবারকে মাসে ১৫ কেজি চাল ও ২০ কেজি গম দেওয়ারও দাবি জানিয়েছেন বাম কাউন্সিলররা।
Continues below advertisement
Tags :
Left Councillors Corona Regulations Cronavirus China Corona In Kolkata Corona In West Bengal Corona Virus Update In ABP Ananda Coronavirus Lockdown Coronavirus Latest News Coronavirus In India Coronavirus LIVE Coronavirus India West Bengal Lockdown India Lockdown Kolkata Municipal Corporation Kmc