Left Party worker's Death: 'আন্দোলনে বোমা-গুলি চলেনি, তাহলে এভাবে লাঠিচার্জ কেন?', নবান্ন অভিযানে বাম যুব নেতার পুলিশকে খোঁচা জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের
Continues below advertisement
নবান্ন অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত বাম যুব নেতার মৃত্যু। এই নিয়ে আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, "পুলিশকে জানতে হবে কখন লাঠি চালানো যায় এবং কীভাবে লাঠি চালানো যায়। লাঠি চালানো প্রয়োজনীয়তা কতটুকু? যে নির্দিষ্ট আইনের বই রয়েছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে পুলিশকে যখন নির্দেশ দেওয়া হয় জনতাকে ছত্রভঙ্গ করতে তখন পুলিশ ততটুকুই লাঠি চালাবে যতটুকু ওই জনতাকে ছত্রভঙ্গ করার জন্য প্রয়োজন। কিন্তু যেভাবে পিটিয়ে মারা হয়েছে মাটিতে ফেলে এইভাবে মারার প্রয়োজনীয়তা ছিল কিনা। এই আন্দোলটিতে বোমা, গুলির ব্যবহার হয়নি। তা সত্ত্বেও এখানে লাঠিচার্জের প্রয়োজনীয়তা কী? পুলিশ কি জানে কখন লাঠি চার্জ করতে হয়? সবকিছুর নির্দিষ্ট নিয়ম আছে। আসলে পুলিশের নির্দিষ্ট কোনও প্রশিক্ষণ নেই।
Continues below advertisement
Tags :
CPM ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Nabanna Abhijan Left Youth Leader Dies