সংসদ অধিবেশন স্থগিত রাখতে বলে লোকসভার অধ্যক্ষকে চিঠি তৃণমূলের
Continues below advertisement
করোনা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকারের পদক্ষেপ প্রসঙ্গে এবিপি আনন্দর সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, এই মুহূর্তে সমস্ত দূরপাল্লার ট্রেন বাতিল করার অনুরোধ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী এও জানান, অগ্রাধিকারের ভিত্তিতে হাসপাতাল কর্মী, পুলিশ ও সাফাইকর্মীদের মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হবে। এদিকে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪। চতুর্থ আক্রান্তের বিদেশ যাত্রার ইতিহাস নেই, তাই সংক্রমণ ছড়াচ্ছে বলে আশঙ্কা চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের। করোনা সতর্কতায় সচেতনতার বার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা গাঁধী। অধিবেশন স্থগিত রাখা হোক, লোকসভার অধ্যক্ষকে চিঠি তৃণমূলের।
Continues below advertisement
Tags :
ABP VP Suman Dey Salt Lake AMRI Shriram Millennium School Noida Noida School Coronavirus Noida School Closed Coronavirus Delhi Coronavirus In Noida Coronavirus In India Delhi Coronavirus In Delhi Ncr Coronavirus In Delhi Corona Virus Noida Coronavirus Noida Coronavirus News Delhi Mask For Coronavirus N95 Coronavirus India Delhi Cure For Coronavirus Coronavirus Karnataka Symptoms Of Coronavirus In India Coronavirus In India Latest News Cases Of Coronavirus In India Mask Coronavirus Test Coronavirus Prevention Coronavirus Symptoms Coronavirus Disease Priyanka Gandhi Dumdum Salt Lake Abp Ananda Coronavirus Mamata Banerjee Railway