অফিস টাইমে প্রায় ২০০টি লোকাল ট্রেন চালানোর সম্ভাবনা, কিন্তু অন্য সময়ে?

Continues below advertisement
অফিস টাইমে প্রায় ২০০টি লোকাল ট্রেন চালানো হতে পারে। অন্য সময়ে কত ট্রেন চালানো হবে, সেই সিদ্ধান্ত নেবে রেল। গতকাল নবান্নে রেল ও রাজ্যের মধ্যে বৈঠকে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। আজ ফের রেল-রাজ্য বৈঠক। ট্রেনও কম চলবে। আবার মোট আসনের অর্ধেকের বেশি যাত্রীও উঠতে দেওয়া হবে না। এই পথে কীভাবে লোকাল ট্রেনে ভিড় নিয়ন্ত্রণ সম্ভব? আদৌ কি এমন কোনও ব্যবস্থা সম্ভব? সূত্রের খবর, এই পরিস্থিতিতে বুধবার নবান্নে রাজ্য সরকার ও রেলের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। নবান্ন সূত্রে খবর, অফিস টাইমে হাওড়া ও শিয়ালদা ডিভিশন মিলিয়ে প্রায় ২০০টি ট্রেন চালানো হবে। অন্য সময়ে আরও ট্রেন চালানো হবে।

তবে অফিস টাইম ছাড়া অন্য সময়ে ক’টি ট্রেন চালানো হবে, সেই সিদ্ধান্ত রেলের ওপর ছেড়ে দিয়েছে রাজ্য সরকার।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram