আমডাঙায় ত্রাণ বিলিতে বাধা, অর্জুন সিংহর গাড়ি আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে
Continues below advertisement
উত্তর ২৪ পরগনার আমডাঙায় ত্রাণ বিলিতে বাধা, অর্জুন সিংহর গাড়ি আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ব্যারাকপুরের বিজেপি সাংসদের গাড়ি আটকে আমডাঙা থানার পুলিশ জানান তিনি একাধিক লোক সঙ্গে নিয়ে যাচ্ছেন এবং এলাকায় লকডাউন চলছে তাই তিনি সেখানে যেতে পারবেন না। এই নিয়ে পুলিশকর্তাদের বচসা হয় এবং অর্জুন সিংহ ফিরে যেতে বাধ্য হন। সাংসদ জানান তিনি একজন জনপ্রতিনিধি হিসাবে গ্রামের মানুষের খোঁজ নিতে যেতেই পারেন, পুলিসহ তাঁকে বাধা দিয়েছে এই বিষয়টি তিনি বিষয়টি উচ্চপর্যায়ে জানাবেন।
Continues below advertisement
Tags :
Corona Death In India Lockdown Violation In West Bengal Lockdown 2.0 Redzone Corona In West Bengal Cronavirus China Corona In Kolkata Corona Virus Update In ABP Ananda Coronavirus Lockdown Coronavirus Latest News Coronavirus In India Coronavirus LIVE Hotspot Coronavirus India West Bengal Lockdown India Lockdown BJP Leader ??? Arjun Singh