কিছু ক্ষেত্রে ছাড় দিয়েই ১৭ মে পর্যন্ত বাড়ল লকডাউন
Continues below advertisement
লকডাউনের মেয়াদবৃদ্ধির পাশাপাশি, কয়েকটি ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অরেঞ্জ জোনে অত্যাবশ্যকীয় কাজের জন্য এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করা যাবে, চলবে সব ধরনের পণ্যবাহী গাড়ি। তবে বাইরে বেরোলে মুখ ঢেকে বেরোনো আবশ্যিক। সব ক্ষেত্রেই সামাজিক দূরত্ব, থার্মাল স্ক্যানিং, হ্যান্ড ওয়াশ ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। রেড জোনগুলিতে জারি থাকবে কিছু অতিরিক্ত বিধিনিষেধ। যেমন বাস, সাইকেল রিক্সা, অটো বা ক্যাব চলাচলে নিষেধাজ্ঞা। খোলা যাবে না সেলুন বা স্পা।
Continues below advertisement
Tags :
Exemptions Guidelines Red Zone Orange Zone Corona Central MHA Abp Ananda Lockdown West Bengal Covid-19