হাওড়া ব্রিজ থেকে জোকা, সাপ্তাহিক লকডাউনে উধাও চেনা ছবি
হাওড়া ব্রিজের ছবি বাকি পাঁচটা দিনের থেকে আলাদা। শুনশান হাওড়া ব্রিজ। জোকাতেও ধরা পড়ল একই ছবি। পুলিশের কড়াকড়ি দেখা যাচ্ছে। গাড়ি থামিয়ে পুলিশ কারণ জানতে চাইছে এবং পরিচয়পত্র দেখতে চাইছে। সন্তুষ্ট না হলে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে।