দেশে করোনাতে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার অতিক্রান্ত, লকডাউনের ফলে কমছে সংক্রমণ, দাবি স্বাস্থ্যমন্ত্রীর
Continues below advertisement
লকডাউনের ফলে কমছে সংক্রমণ, দাবি স্বাস্থ্যমন্ত্রীর | গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৩২৪ জন। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬,১১৬। বর্তমানে চিকিৎসাধীন ১৩,২৯৫ জন। ২,৩০২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে মোট ৫১৯ জনের, জানাল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক।
Continues below advertisement
Tags :
Cronavirus China Corona In Kolkata Corona In West Bengal Corona Virus Update In ABP Ananda Lockdown In India Coronavirus Lockdown Union Health Minister Coronavirus Latest News Harsh Vardhan Coronavirus In India Coronavirus LIVE Coronavirus India West Bengal Lockdown India Lockdown