BJP News: নির্বাচনে খারাপ ফলাফলের পর কি BJP কট্টর হিন্দুত্বের রাজনীতিকেই বেশি করে আঁকড় ধরতে চাইছে?

ABP Ananda Live: লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের পর কি বিজেপি কট্টর হিন্দুত্বের রাজনীতিকেই আরও বেশি করে আঁকড় ধরতে চাইছে? সব কা সাথ, সব কা বিকাশের পাল্টা শুভেন্দু অধিকারীর বক্তব্য়...মহারাষ্ট্রে বিরোধীদের 'ঔরঙ্গজেবের ফ্য়ান ক্লাব' বলে অমিত শাহের আক্রমণ...হঠাৎ করেই জোরালভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের প্রসঙ্গ তুলে বিরোধী শাসিত বাংলা-ঝাড়খণ্ডে জনবিন্য়াস বদলে যাওয়ার দাবিতে অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সরব হওয়া...হিন্দু -মুসলমানের প্রসঙ্গ তুলে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদের বাংলা ও বিহারের ৬টি জেলা নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি....কাঁওয়ার যাত্রায় পথের ধারে যে খাবারের দোকানগুলি রয়েছে, সেগুলির বোর্ডে দোকানদারের নাম-পরিচয় লিখে রাখার উত্তরপ্রদেশের যোগী সরকারের বিতর্কিত নির্দেশ কি, একটি পরিকল্পিত নির্দিষ্ট রাজনৈতিক কৌশলেরই অঙ্গ? রাজনৈতিক মহলে যখন এই প্রশ্ন উঠছে, তখন এই জল্পনাও জোরালো হচ্ছে যে, বিজেপি যদি কট্টর হিনদুত্বের মধ্য়ে দিয়েই নিজেদের শক্তিশালী কামব্য়াকের চেষ্টা করে, তাহলে কি নীতীশ কুমারের সঙ্গে তাদের সংঘাত বাঁধতে পারে? 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola