Kolkata Update: কলকাতায় ভরসন্ধ্যায় ঠিকাদারকে খুন, ব্যবসায়িক শত্রুতার জের? ABP Ananda Live

Continues below advertisement

Kolkata News: কলকাতায় ভরসন্ধ্যায় ঠিকাদারকে কুপিয়ে খুন। আনন্দপুরের উত্তর পঞ্চান্নগ্রামে প্রোমোটারকে কুপিয়ে খুন । 'প্রোমোটার আরিফ খানের উপর চপার নিয়ে চড়াও হয় ৩ জন', ন্যাশনাল মেডিক্যালে আনার পরে মৃত্যু: পুলিশ সূত্র । ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন, অনুমান পুলিশের, দুষ্কৃতীরা এখনও অধরা। বৈঠকে বলতে বাধার অভিযোগ মমতার, খারিজ নীতি আয়োগের সিইও-র । 'বর্ণানুক্রম অনুযায়ী অনেক পরে বলার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর' । 'মমতা বন্দ্যোপাধ্যায় তাড়াতাড়ি কলকাতায় ফিরতে হবে বলায় আগে ডাকা হয়' । 'প্রতিরক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গুজরাতের আগে বলতে ডাকেন' । 'প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে ৭ মিনিট করে সময় দেওয়া হয়েছিল' ।'ঘড়ি দেখাচ্ছিল বক্তব্যের সময় শেষ হয়ে গিয়েছে' । 'সময় শেষ হয়ে যাওয়ার পরে বেলও বাজানো হয়নি'। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ খারিজ করে দাবি নীতি আয়োগের সিইও-র। ABP Ananda Live  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram