Madan Mitra: 'দালালরাজ নিয়ে কেন থানায় অভিযোগ দায়ের করেননি?' প্রিন্সিপালকে হুমকি মদন মিত্রের

Continues below advertisement

 সাগর দত্ত মেডিক্যাল কলেজে (Sagore Dutta Medical College) 'দালালরাজ', এবার প্রিন্সিপালকে হুমকি মদন মিত্রের (Madan Mitra)। সাগর দত্ত মেডিক্যালের প্রিন্সিপালকে হাসপাতালে না পেয়ে ফোনে হুমকি কামারহাটির তৃণমূল বিধায়কের।

প্রিন্সিপালকে হুমকি মদন মিত্রের: এদিন মেডিক্যাল কলেজের প্রিন্সিপালকে ফোন করে মদন মিত্র প্রশ্ন করেন, 'দালালরাজ নিয়ে কেন থানায় অভিযোগ দায়ের করেননি? এরপরে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢুকতে পারবেন তো?' এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক বলেন, "একটা কথা ভাল করে শুনে রাখুন। আমাদে দলের নেতা হোক বা অন্য দলের, আমাদের দলের নেতাদের ঝগড়াতেও যদি মানুষের ক্ষতি হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার দলে কেউ দুর্নীতিপরায়ণ থাকবে না। আমার অফিসে জমা দিন চিঠি। দল তাঁকে প্রশয় দেবে না। অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন। আমি যদি দেখি কিছু নেতার সুস্বাস্থ্যের জন্য বাংলার গরিব নাগরিকের স্বাস্থ্য খারাপ হচ্ছে প্রতিবাদ করব না আমি! কেন দিনের পর দিন মেডিক্যাল কলেজের সুপারদের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে!''

রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজ - সর্বত্র ছড়িয়ে রয়েছে দালাল-জাল। এই অভিযোগও অবশ্য নতুন নয়। সম্প্রতি, কামারহাটিতে, সাগরদত্ত মেডিক্যাল কলেজে এক রোগীর মৃত্যুর নেপথ্যে দালালরাজের অভিযোগে সরব হন খোদ এলাকার তৃণমূল বিধায়ক মদন মিত্র। চক্রের কারবারিদের রীতিমতো হুঙ্কার দেন তিনি। শনিবার সাগর দত্তে দালাল-চক্রের অভিযোগ তুলে ২ জনের নাম নেন মদন মিত্র। অভিযুক্তদের বিরুদ্ধে হাসপাতাল চত্বরে পোস্টারও পড়ে। কামারহাটির ২ নম্বর ওয়ার্ডের তুঁতবাগানের এক তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ, দালাল চক্রের বিরুদ্ধে পোস্টার দেওয়ায় তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে। NRS এবং SSKM - কলকাতার এই দুই মেডিক্যাল কলেজ থেকে দালালচক্রে জড়িত অভিযোগে মোট ৬-জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু, কামারহাটির ঘটনায় কেউ ধরা না পড়ায়, নিজের সরকারের পুলিশ-কেই আগেই কাঠগড়ায় তুলেছেন মদন মিত্র।

গতকাল কামারহাটির বিধায়ক বলেন, 'হাসপাতালে দালালদের প্রতিদিনের আয় ৫০ হাজার টাকা। কলকাতা পুলিশ এসএসকেএম, এনআরএসে ধরেছে, তার মানে এতদিন ছিল! কামারহাটিতে দালালরাজের বিরুদ্ধে যারা মিছিল করেছিল, তাদের বাড়ি ভেঙে দিয়েছে। বউ-বাচ্চাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। কলকাতায় গ্রেফতার হল, আর কামারহাটিতে ধরতে পারছে না? পুলিশ ধরতে পারে না, এটা হয়?' মন্তব্য কামারহাটির বিধায়ক মদন মিত্রর।       

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram