Madras HC slams ECI: 'বিচারপতির সঙ্গে সহমত, ভোট নিয়ে মমতার আবেদন না মানায় বহু মানুষের প্রাণ গেছে', মত সুব্রতর

Continues below advertisement

করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে কমিশনকে তুলোধনা মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court)। আদালত বলেছে, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশনই। কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত’। এ প্রসঙ্গে  তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) বলেন, "বিচারপতি এই কথাটা ঠিকই বলেছেন। ওনার যা বক্তব্য আমি তাতে সহমত পোষণ করি। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বহুবার প্রধানমন্ত্রীকে বলেছিলেন শেষ তিন দফার ভোট একদফায় করে দেওয়ার জন্য। কিন্তু প্রধানমন্ত্রী তা করেননি। সেই কারণে বহু মানুষের প্রাণ গেছে। প্রধানমন্ত্রী যে অন্যায় এবং অপরাধ করেছেন সেটা অমার্জনীয়।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram