![ABP News ABP News](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/e7dbda066aa23d3f193eab43706d52191738117574777535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=200)
Maha Kumbh Stampede: মহাকুম্ভে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০ জন
ABP Ananda Live: অমৃত স্নান ঘিরে বিপত্তি মহাকুম্ভে। ভোরের আলো ফোটার আগে সেখানে পদপিষ্ট হলেন অনেকে। মৌনী অমাবস্যায় 'অমৃত স্নান' ঘিরে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি শুরু হয়ে যায়। সেই ভিড়ে অনেকে পদপিষ্ট হয়েছেন বলে জানা গিয়েছে। আহত হয়েছেন পুণ্যার্থীদের অনেকেই, যার মধ্যে মহিলারাও রয়েছেন।
বুধবার ভোরে মহাকুম্ভে পদপিষ্ট হন অনেকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স। আহত মহিলাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে অনেকে শ্বাসকষ্টে ভুগছেন বলেও জানা গিয়েছে। কুম্ভমেলা প্রাঙ্গনের হাসপাতালে ২৫-৩০ মহিলা ভর্তি বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে 'অমৃত স্নান'ও পিছিয়ে যায়।
এবার লেকটাউনে হেলে থাকা বাড়ির হদিশ মিলল
দুটো বহুতলের মাঝে, একটা জলের বোতল গলে যাওয়ার মতো ফাঁকটুকুও নেই। এবার লেকটাউন দক্ষিণদাঁড়িতে মিলল হেলাবাড়ির হদিশ। দক্ষিণ দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণদাঁড়ি ২৬ নম্বর রেল গেটের পাশে ছ’তলা ও চারতলা দুটি বহুতল একে অন্যের গায়ে একেবারে সেঁটে গেছে। আতঙ্কে প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। বাড়ির মালিক আবার স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।