MahaKumbh News: মহাকুম্ভে মহাবিপর্যয়,অগ্নিকাণ্ডের পর পদপিষ্ট ।মৃতের সংখ্যা কত?স্পষ্ট করল না যোগী প্রশাসন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মহাকুম্ভে মহাবিপর্যয়, অগ্নিকাণ্ডের পর এবার পদপিষ্ট । হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু । মৃতের সংখ্যা কত? ক'জন আহত? এখনও স্পষ্ট করল না যোগী প্রশাসন । মৌনী অমাবস্যায় স্নান শুরুর আগে হুড়োহুড়িতে পদপিষ্ট বহু । আজ ভোরে অমৃত স্নানের জন্য প্রয়াগরাজে জড়ো হন কোটি কোটি পুণ্যার্থী । মঙ্গলবার মাঝরাত থেকেই ভিড় জমে যায় ঘাটে । সঙ্গমের কাছে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায় । হুড়োহুড়িতে পড়ে গিয়ে অনেকের মৃত্যু, জখম বহু
মহাকুম্ভে মহাবিপর্যয়ের দায় কার? প্রশ্নে যোগী প্রশাসনের ভূমিকা । কুম্ভমেলার পাশে বিকল্প সেতু থাকলেও হুড়োহুড়ির সময় তা বন্ধ ছিল । মহাকুম্ভে মহাবিপর্যয়, উদ্বেগপ্রকাশ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর । কাদের গাফিলতিতে দুর্ঘটনা? দোষীদের চিহ্নিত করে ব্যবস্থার আশ্বাস যোগী প্রশাসনের
'নতুন করে আবেদন দাখিল করুন', আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবাকে নির্দেশ সুপ্রিম কোর্টের
'নতুন করে আবেদন দাখিল করুন', আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবাকে নির্দেশ সুপ্রিম কোর্টের। এই আবেদনপত্রে যা যা বক্তব্য আছে সেগুলো বিতর্ক যোগ্য, জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আপনাদের পক্ষে নতুন করে আবেদন পত্র দাখিল করলে ভাল হবে, নির্যাতিতার পরিবারকে জানালেন প্রধান বিচারপতি। সব প্রশ্নের উত্তর আছে তাঁদের কাছে, আদালতে জানালেন CBI-এর আইনজীবী তুষার মেহতা। কিন্তু এই সময়ে অনেক উত্তর অভিযুক্তর পক্ষে যেতে পারে, জানালেন CBI-এর আইনজীবী। 'কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন আছে, আমরা কি এই মামলা এখানে বন্ধ করে দেব?' এখনই উত্তর চাইনা, পরে জানান, নিহত চিকিৎসকের পরিবারকে জানালেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে এই আবেদন শাস্তি ঘোষণার আগে করা হয়েছিল, জানালেন পরিবারের আইনজীবী।