Mohua Moitra: ক্যাশ ফর কোয়েশ্চনকাণ্ডে আজ এথিক্স কমিটির মুখোমুখি মহুয়া। ABP Ananda Live
Ethics Committee: ক্যাশ ফর কোয়েশ্চনকাণ্ডে আজ এথিক্স কমিটির (Ethics Committee) মুখোমুখি মহুয়া (Mohua Moitra)। সংসদ ভবনে পৌঁছলেন মহুয়া মৈত্র। হাজিরার কথা জানিয়ে আগেই এথিক্স কমিটিকে চিঠি তৃণমূল সাংসদের। এর আগে ৩১ অক্টোবর তলব করেছিল এথিক্স কমিটি। বিজয়ার অনুষ্ঠানের জন্য ৫ নভেম্বরের পর তলবের অনুরোধ করেন মহুয়া। এরপর মহুয়াকে আজ হাজিরা দিতে বলে এথিক্স কমিটি। মহুয়ার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ABP Ananda Live