No Confidence Motion : লকেটের 'জোট' কটাক্ষ, মোদিকে মহুয়ার 'ঝোড়ো' আক্রমণ, উত্তপ্ত সংসদ
আজ সংসদে বারবার উঠেছে বাংলার প্রসঙ্গ। সুকুমার রায়ের হয়বরলর প্রসঙ্গ এনে বিরোধীদের আক্রমণ করেন লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে মহুয়া মৈত্র বলেন, আমরা এই অনাস্থা প্রস্তাব ভারতের ধর্মনিরপেক্ষতা এবং সমানাধিকারকে পুনরুজ্জীবিত করতে এনেছি।