Mamata Banerjee: একুশের সভা থেকে ফের একবার সিপিএম এবং বিজেপিকেও নিশানা মমতার
ABP Ananda LIVE: একুশে জুলাইয়ের সভা থেকে ফের একবার সিপিএম এবং বিজেপিকেও নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বিজেপিকে একেবারে বোল্ড আউট আর সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে। পাল্টা জবাব দিয়েছে বিজেপি এবং সিপিএম।
'মমতা হাইজ্যাক করে একুশে জুলাই করেছেন', তোপ অভিজিতের, পাল্টা কী বললেন কল্যাণ?
তৃণমূলের একুশের সমাবেশ নিয়ে তোপ দাগলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করে একুশে জুলাই করেছেন। একুশে জুলাইয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সব বিষয়েই মিথ্যাচার করেন, এব্যাপারেও সেরকম একটা মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। আমরা যারা রাজনৈতিক খবরাখবর রাখি বহু দিন ধরে, আমরা এটাকে কোনও গুরুত্ব দিই না। ডেকে এনে, লোকজন ভাড়া করে এনে, বাস এনে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, যদি লোকজন আসে, তাতে কী আছে.... এবারে তো আমরা ক্ষমতায় আসব বলেই মনে করি। ' এদিন এর পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওতো কিছু জানেই না। ও তো ছিল সিপিএম এর লোক। ওতো কার্ল মার্কসের ছবি ঝুলিয়ে ঘুরে বেড়াতো। আমরা তখন যুব কংগ্রেস করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছিলেন....অভিজিৎ আবার.. রাজনীতির কিছু বোঝে নাকি ?