Mamata on E-Scooter: 'স্কুটারও চালাতে পারেন না, সরকারও চালাতে পারেন না', মমতাকে খোঁচা দিলীপের
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিনব প্রতিবাদের সাক্ষী শহর কলকাতা। বৃহস্পতিবার নবান্ন থেকে নিজেই ইলেকট্রিক স্কুটার চালিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও স্কুটারের গতি খুবই কম। মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রসঙ্গত এদিন সকালে ইলেকট্রিক স্কুটারে চড়ে নবান্নে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। নবান্ন আসার পথে স্কুটার চালিয়েছিলেন ফিরহাদ হাকিম। এই নিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "উনি স্কুটারও চালাতে পারেন না। সরকারও চালাতে পারেন না। পেট্রোপণ্যের দাম এই প্রথমবার বাড়ছে না। গত ১০ বছরে ভারতের ইনকাম বেড়েছে কয়েকগুণ। মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে। খরচও বেড়েছে। সারা দেশের লোকের কষ্ট হচ্ছে না। বাংলার কষ্ট হচ্ছে। নাটক করছেন। বাংলার ইনকাম বাড়েনি বলেই চিন্তা বেড়েছে। তৃণমূল সরকার বাংলার মানুষকে গরীব করে রেখেছে। উনি নাটক করার জন্য ঘুরেছেন। ওঁনার লাইসেন্স নেই। বেআইনিভাবে চালাচ্ছেন।"