একমাসের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২টি মৃত্যু, বিপজ্জনকভাবে ঝুলছে তার, 'কাউন্সিলরকে বারবার বলেও লাভ হয়নি', অভিযোগ স্থানীয়দের
Continues below advertisement
মানিকতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু। গতকাল রাতে লাইটপোস্ট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অভিযোগ। বাথরুম লাগোয়া লাইটপোস্ট থেকে 'তড়িদাহত'। লাইট পোস্টের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে মহিলাকে উদ্ধার করা হয়। আর জি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারগুলি বিপদজনক অবস্থায় ঝুলছিল। যিনি প্রাক্তন পৌরপিতা ছিলেন তাঁকে বারবার বলা হয়েছিল কিন্তু ওনার চার পাশে যেই লোক থাকে তাঁদের বাইরে গিয়ে কমপ্লেইন করা যায় না। সিইএসসিকে জানানো হয়েছে। গত মাসে একজন মারা গেছেন। ৩০ দিনের মধ্যে দুটো ঘটনা। সিইএসসি, কাউন্সিলর সবাইকে জানানো হয়েছে, কেউ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।
Continues below advertisement