Ram Mandir: রাম মন্দির দর্শনে চূড়ান্ত বিশৃঙ্খলা, পরিস্থিতি সামলাতে রাম লালার গর্ভগৃহে উত্তরপ্রদেশের স্পেশাল ডিজি। ABP Ananda Live
Continues below advertisement
Ayodhya Ram Temple: রাজকীয় উদ্বোধনের পরের দিনই রাম মন্দির (Ayodhya Ram Temple) দর্শনে চূড়ান্ত বিশৃঙ্খলা। অযোধ্যায় ভোররাত থেকে লাইন, মন্দির খুলতেই হুড়োহুড়ি । দড়ি দিয়ে মন্দিরে জনস্রোত সামলাতে বেসালাম পুলিশ-প্রশাসন। হুড়োহুড়িতে পদপিষ্টের মতো পরিস্থিতি, ভিড়ের চাপে কয়েকজন অসুস্থ। ভিড়ের চাপে ভাঙল ব্যারিকেড, সামাল দিতে কিছুক্ষণ গেট বন্ধ। এখনও পর্যন্ত ৩ লক্ষের বেশি দর্শনার্থী মন্দিরে ঢুকতে পেরেছেন: সূত্র । পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে নামল কেন্দ্রীয় বাহিনী, কমব্যাট ফোর্স। পরিস্থিতি সামলাতে গর্ভগৃহে উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব। পরিস্থিতি সামলাতে রাম লালার গর্ভগৃহে উত্তরপ্রদেশের স্পেশাল ডিজি । আধা সেনা, পুলিশের সঙ্গে আকাশ পথে নজরদারি, নামল অ্যান্টি টেররিস্ট ভেহিকল। ABP Ananda Live
Continues below advertisement
Tags :
Ayodhya Ram Mandir Ram Temple Ayodhya Ram Temple AIIMS Ayodhya Ram Mandir Opening Ayodhya Ram Temple Opening RAm Mandir