Abhijit Gangopadhyay Case: রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের, সোমবার শুনানি | ABP Ananda LIVE
Continues below advertisement
Calcutta High Court: রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের(Supreme Court), সোমবার শুনানি। মেডিক্যাল দুর্নীতি (Medical College Scam)মামলার বিচার প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। সিবিআই (CBI)তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। 'মূল মামলাকারীকেও নোটিশ দেওয়া হবে'। 'তিনি চাইলে মামলায় পার্টি হতে পারে'। 'কোনও নথি ছাড়াই ডিভিশন বেঞ্চ, সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে'। সাধারণ পরিস্থিতিতে এটা করা যায় না, ফাঁসি বা বাড়ি ভাঙার মত পরিস্থিতি হলে আলাদা বিষয়, জানালেন লিসিটর জেনারেল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের(Abhijit Gangopadhyay) নির্দেশের বিরুদ্ধে এসএলপি দাখিল করল রাজ্য।
Continues below advertisement