Apollo Clinic: পুণেতে অ্য়াপোলোর নিজস্ব ক্লিনিকে চিকিৎসা পরিষেবা বাংলার ডাক্তারদের। ABP Ananda Live
পুণেতে অ্য়াপোলোর নিজস্ব ক্লিনিকে চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু করলেন কলকাতার চিকিৎসকরা। শুরুটা পুনেতে হলেও, আগামী দিনে হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে পৌঁছে যাওয়ার পরিকল্পনা রয়েছে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটলস্-এর চিকিৎসকদের।
পূবের সঙ্গে পশ্চিমের সাক্ষাৎ। সৌজন্য়ে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস্। পুণের অনুধ ও বিমাননগরে অ্য়াপোলোর নিজস্ব ক্লিনিকে চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু করলেন কলকাতার চিকিৎসকরা। পুণের অ্য়াপোলো ক্লিনিকে পরিষেবা দিচ্ছেন, ইন্টারনাল মেডিসিন ও রিউমাটোলজিস্ট শ্য়ামাশিস বন্দ্য়োপাধ্য়ায়ও ইউরোলজি বিশেষজ্ঞ আর রোবোটিক সার্জেন তরুণ জিন্দল।
চিকিৎসক শ্য়ামাশিস বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'এখানে অনেক বাঙালি আছেন। চাকরিসূত্রে থাকেন। তাঁদের বাবা-মায়েরাও আছেন। তাদের সঙ্গে আমাদের যে কানেকশন হচ্ছে, আমরা অ্য়াপোলো কলকাতার এক্সপার্টাইজ এখানে আনতে পারছি। এখানের মানুষরা যখন কলকাতায় ফিরে যাবেন, সেটাই ফিরে পাবেন। কন্টিনিউইটি থাকবে। আজকাল জুম, বিভিন্নরকম ওয়েবেক্স ভার্চুয়াল প্ল্য়াটফর্ম কারও কোনও সমস্য়া হলে ভিডিও কলে সমস্য়ার সমাধান করে নেবেন। এখানে যারা লোকাল লোক, তাদের সঙ্গে আমাদের পরিচয় বাড়বে। কলকাতার বিশেষজ্ঞরা এখানে অ্য়াভেলেবেল হবে। ন্য়াশনাল ইন্টিগ্রেশন।'
রোবোটিক সার্জেন তরুণ জিন্দল বলেন, 'আমরা যে এখানে এসেছি এই ভাবনা নিয়ে, ক্য়ানসার ম্য়ানেজমেন্ট অনেকটা উন্নত। আমি যেমন ইউরো... কিডনি ক্য়ানসার... আগে যেমন ডিল হতো, পেইনফুল সার্জারি এখন রোবোটিক সার্জারি, সে পুরোটা ম্য়ানেজমেন্ট পাল্টে দিয়েছে। মেজর উদ্দেশ্য় অল্টারনেটিভ মেথব লোককে জানাচ্ছি। পুণে শহরে একটা অপশন। রোবোটিক টেকনোলজি পুণেতে ২টো সেন্টারে আছে। কলকাতায় আমরা লাস্ট ১৫ বর ধরে করছি। এক্সপিরিয়েন্সড। যাতে পুণের লোকও কলকাতার মতো পায়, তাই এটা করছি।' শুরুটা পুনেতে হলেও, আগামী দিনে হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে পৌঁছে যাওয়ার পরিকল্পনা রয়েছে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটলস্-এর চিকিৎসকদের।