এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬, সকাল ১১ টায় বৈঠকে স্বাস্থ্যমন্ত্রক

Continues below advertisement
আশঙ্কা বাড়িয়ে ভারতে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬। এর মধ্যে তিনজন কেরলের। জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আজ সকাল এগারোটায় এই নিয়ে বৈঠকে বসছে স্বাস্থ্যমন্ত্রক। এই পরিস্থিতিতে ইরান, ইতালি, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ভারতে আসার ভিসা আপাতত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশ থেকে আসা এপর্যন্ত প্রায় ৬৫ হাজার পর্যটকের স্ক্রিনিং করা হয়েছে মুম্বই বিমানবন্দরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নোভেল করোনা ভাইরাসে চিনে এপর্যন্ত প্রায় ৩ হাজার জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার। চিনের বাইরে আক্রান্তের সংখ্যা সাড়ে দশ হাজার। মৃত্যু হয়েছে ১৬৬ জনের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram