Microsoft: বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড় গোলযোগ, বিমান পরিষেবার ক্ষেত্রে প্রভাব পড়ল বিশ্বে
Microsoft Windows: বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড়সড় গোলযোগ। মাইক্রোসফটের যান্ত্রিক গোলযোগের দরুণ সমস্যা। বিমান পরিষেবা, মিডিয়া, ব্যাঙ্ক পরিষেবার ক্ষেত্রে প্রভাব পড়ল বিশ্বজুড়ে। ভারতে বিমান পরিষেবায় প্রভাব, ওয়েব চেকিংয়ে সমস্যা, করতে হচ্ছে ম্যানুয়াল চেকিং। বিমান সংস্থাগুলির সার্ভারে সমস্যা, করা যাচ্ছে না টিকিট বুকিংআমেরিকায় ২০০টিরও বেশি উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে। বার্লিন বিমানবন্দরে বিমান ওঠানামা পুরোপুরি বন্ধ। চেক-ইন করা যাচ্ছে না সিঙ্গাপুর বিমানবন্দরে স্পেনের সব বিমানবন্দরে বন্ধ হয়ে গেছে ওয়েব চেক-আউট। প্রভাব পড়েছে দুবাইয়ের বিমানবন্দরেও।জার্মানিতে ব্যাঙ্ক, টেলিকম এবং মিডিয়া পরিষেবার ক্ষেত্রেও প্রভাব পড়েছে। ব্রিটেন এবং জার্মানিতে ব্যাহত হাসপাতালের পরিষেবাও। ব্রিটেনে ট্রেন পরিষেবা বন্ধ। বন্ধ রয়েছে লন্ডনের স্টক এক্সচেঞ্জও। বন্ধ রয়েছে স্কাই নিউজের সম্প্রচার আমেরিকায় 911 পরিষেবাও পুরোপুরি বন্ধ। ৭৪% শতাংশ গ্রাহক মাইক্রোসফট স্টোরে লগ-ইন করতে পারছেন না। দক্ষিণ আফ্রিকার সবথেকে বড় ব্যাঙ্ক কৌপিটেকের পরিষেবাও ব্যাহত। ভারত সরকারের তরফে ফোন করা হল মাইক্রোসফটের দফতরে। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে, দাবি মাইক্রোসফটের।