Migrant Labour Death: গোমাংস খাওয়ার অভিযোগে হরিয়ানায় বাংলার পরিযায়ী শ্রমিককে খুন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাংলার পরিযায়ী শ্রমিককে হরিয়ানায় মারধরের অভিযোগ। গোমাংস খাওয়ার অভিযোগে 'পিটিয়ে খুন' বাসন্তীর যুবককে। 'ওই যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারে গোরক্ষা কমিটির সদস্যরা', একটি খালের ধার থেকে উদ্ধার হয় দেহ, দাবি নিহত যুবকের পরিবারের। হরিয়ানা পুলিশ বিষয়টি গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ।
আরও খবর..
হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ 'ছাত্র সমাজে'র আহ্বায়ক সায়ন লাহিড়িকে মুক্তির প্রক্রিয়া শুরু হল। গত ২৭ অগাস্ট পশ্চিমবঙ্গ 'ছাত্র সমাজে'র ডাকা নবান্ন অভিযানে তুলকালাম বাধে। রাতে এবিপি আনন্দর স্টুডিও থেকে বেরোতেই গ্রেফতার করা হয় সংগঠনের আহ্বায়ক সায়ন লাহিড়িকে। ময়দান থানার মামলায় ১৪ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন সায়ন। গতকাল তাঁকে মুক্তির নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। এই মামলায় হাইকোর্টে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ হয় রাজ্য় সরকার। আদালতের নির্দেশে তাঁকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হল।