করোনা-ওষুধের নামে কিছু বিক্রি করতে পারবে না রামদেবের সংস্থা, বিতর্কের মুখে বিজ্ঞাপনেও নিষেধাজ্ঞা
এখনও করোনার ওষুধ খুঁজে পাননি সারা বিশ্বের তাবড় বিজ্ঞানীরা। কিন্তু রামদেবের দাবি, তাঁর সংস্থা করোনার ওষুধ আবিষ্কার করে ফেলেছে। যদিও এই দাবির পর তাঁর ওষুধ সম্পর্কে বিশদ ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় সরকার। এমনকি ওষুধের গুণমান না পরীক্ষা করা পর্যন্ত বিজ্ঞাপন দিতে নিষেধ করা হয়েছে। রামদেবের দাবি, তাঁর সংস্থা আয়ুর্বেদিক ওষুধ বার করেছে যার পরীক্ষামূলক প্রয়োগ সফল হয়েছে। ওষুধের নাম 'করোনিল' ও 'স্বসরি বটি'।