আলাদা আলাদা ভাবে আকাশপথে ইয়াসের ক্ষয়ক্ষতি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

Continues below advertisement

আলাদা আলাদা ভাবে আকাশপথে ইয়াসের ক্ষয়ক্ষতি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। কলাইকুণ্ডার রিভিউ বৈঠকে না থাকলেও নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন রাজ্যের ক্ষয়ক্ষতির রিপোর্ট। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। 

ইয়াসের ধাক্কায় ফুলে ফেঁপে উঠেছে অজয়ের জল স্তর। ফলে বীরভূমের খয়রাশোল থেকে পশ্চিম বর্ধমানের চুরুলিয়া যাওয়ার রাস্তা জলের তলায়। বিপাকে পড়েছেন অজয় পাড়ের কয়েকশো মানুষ। দ্রুত পাকা সেতু তৈরির দাবি করেছেন নদী পাড়ের বাসিন্দারা। 

অন্যদিকে নদিয়ার শান্তিপুরে জলবন্দি প্রায় তাঁত শিল্পীদের প্রায় ১০০ টি পরিবার। করোনাকালে কাজ হারানোর পর চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। দ্রুত জল নিষ্কাশনের আশ্বাস দিয়েছে শান্তিপুর পুরসভা। 

দমকলের ১৫টি ইঞ্জিনের ৩৮ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এল নিউ ব্যারাকপুরের কারখানার আগুন। কোথায় গেলেন নিখোঁজ ৪ শ্রমিক? উৎকণ্ঠায় পরিবার। কাল সকালে কারখানার ভিতরে দ্রোণ পাঠিয়ে শুরু হবে তল্লাশি। 

নারদ মামলায় চার হেভিওয়েটের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হাইকোর্টে। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন পেলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। অন্তর্বর্তী জামিন মঞ্জুরের পাশাপাশি শর্ত দেওয়া হয়েছে,    ‘নারদমামলা নিয়ে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেবেন না হেভিওয়েটরা। শুধুমাত্র নারদ মামলা নিয়ে কোনও মন্তব্য বা সাক্ষাৎকার নয়। সংবাদমাধ্যমে কোনও মন্তব্য বা সাক্ষাত্কার নয়। কোনও তথ্য প্রমাণ বিকৃত করা চলবে না।’ এর ফলে চার নেতা-মন্ত্রীকে আর গৃহবন্দি থাকতে হবে না। 

লকেট চট্টোপাধ্যায়ের পর এবার কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিলেন নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। 

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram