Modi at Davos: অন্যের কৃতিত্বকে নিজের বলছেন, মোদির দাভোস-বার্তাকে কটাক্ষ সৌগতর| Bangla News
মাত্র এক বছরে ১৬০ কোটি ভ্যাকসিনের ডোজ দিয়েছে ভারত। ভারতে বিনিয়োগের এখন আদর্শ সময়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বললেন নরেন্দ্র মোদি (Narendra Modi)।
তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy) এপ্রসঙ্গে বলেন, 'ওর বিশেষত্ব হল, অন্যদের কৃতিত্ব উনি নিজের বলে চালাতে চান। আমরা সকলে চাই, ভারতে বিদেশি বিনিয়োগ আসুক। আমাদের মনে রাখতে হবে গতবছর আমাদের উন্নয়নের হার ছিল -৭.৪। ভারতবর্ষে শিল্পপতিরা যদি আসতে চায়, তাহলে কোথায় মোদি তাদের স্বাগত চাইছেন? টেসলার ইলন মাস্কের সঙ্গে ওনার গণ্ডগোল চলছে। সেই পরিবেশ তৈরি করতে হবে, যাতে শিল্পপতিদের আসার পথে ভারতের সরকার বাধা না হয়ে দাঁড়ায়।'
অপরদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন,'নরেন্দ্র মোদি নিজের ঢাক পেটান না। নিজের দেশের ঢাক পেটান। সেটা প্রধানমন্ত্রী হিসাবে তাঁর নৈতিক কর্তব্য। বিরোধীরা আমি এবং আমরা এই শব্দদুটির মধ্যে ব্যুৎপত্তিগত পার্থক্য করতে পারছে না।'