Narendra Modi: জোটে ভাঙন, মমতার সুরেই কংগ্রেসকে দায়ী করে আক্রমণে মোদি। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: জোটে ভাঙন, মমতার সুরেই কংগ্রেসকে (Congress) দায়ী করে আক্রমণে মোদি (Modi)। 'আগামী কয়েক দশক বিরোধীরা বিরোধীই থাকবে'। 'বিরোধীদের বেহাল অবস্থা, কংগ্রেসই এর জন্য দায়ী'। 'ভোটে লড়ার মনোবল হারিয়ে ফেলেছে বিরোধীরা'। 'কংগ্রেসের দোকানে তালা ঝোলার সময় এসে গেছে'। 'দেশকে অনেক ভেঙেছেন, আর কতদিন এই রাজনীতি চলবে?''একে অপরের উপরেই বিশ্বাস নেই, দেশ কীভাবে বিশ্বাস রাখবে?' দেখছি অ্যালায়েন্সের অ্যালাইনমেন্টই বিগড়ে গেছে: নরেন্দ্র মোদি। সংসদে জবাবি ভাষণে কংগ্রেসের  তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী। ABP Ananda Live



Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram