উমপুনের তাণ্ডবে রাজ্যে মৃত ৭২, আজ পরিদর্শনে মোদি-মমতা - দেখুন সকালের হেডলাইন্স
Continues below advertisement
১। কয়েক ঘণ্টার প্রলয়ে লন্ডভন্ড বাংলা। মৃত ৭২, কলকাতাতেই ১৫। একদিন পরেও চারিদিকে ধ্বংসস্তূপ। ক্ষয়ক্ষতিতে হাজার কোটির তহবিল, ঘোষণা মমতার।
২। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আজ দুর্গত এলাকায় প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী। আকাশপথে পরিদর্শনের পর বসিরহাটে প্রশাসনিক বৈঠক। মমতাকে ফোন করে পরিস্থিতি জানলেন অমিত শাহ।
৩। মোদির সঙ্গে সফরের পরেই সনিয়ার ডাকে করোনা নিয়ে বিরোধীদের বৈঠকে মমতা। বেঁকে বসলেন অখিলেশ-মায়াবতী। আলোচনা হবে করোনা নিয়ে কেন্দ্রের পদক্ষেপ নিয়ে।
৪। উত্তর থেকে দক্ষিণ। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড কলকাতা। গাছ পড়ে, জল জমে এখনও অবরুদ্ধ বহু এলাকা। বিদ্যুৎ, টেলি যোগাযোগও বিচ্ছিন্ন। স্বাভাবিকের চেষ্টায় পুলিশ-পুরসভা।
৫। উমপুনের দাপটে বিপর্যস্ত দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর। হাওড়ায় জমা জলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত ২।
বহু এলাকা বিদ্যুৎহীন, লাগবে সময়, জানালেন মুখ্যমন্ত্রী।
আরও অনেক খবর দেখুন-- সকালের হেডলাইন্স
২। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আজ দুর্গত এলাকায় প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী। আকাশপথে পরিদর্শনের পর বসিরহাটে প্রশাসনিক বৈঠক। মমতাকে ফোন করে পরিস্থিতি জানলেন অমিত শাহ।
৩। মোদির সঙ্গে সফরের পরেই সনিয়ার ডাকে করোনা নিয়ে বিরোধীদের বৈঠকে মমতা। বেঁকে বসলেন অখিলেশ-মায়াবতী। আলোচনা হবে করোনা নিয়ে কেন্দ্রের পদক্ষেপ নিয়ে।
৪। উত্তর থেকে দক্ষিণ। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড কলকাতা। গাছ পড়ে, জল জমে এখনও অবরুদ্ধ বহু এলাকা। বিদ্যুৎ, টেলি যোগাযোগও বিচ্ছিন্ন। স্বাভাবিকের চেষ্টায় পুলিশ-পুরসভা।
৫। উমপুনের দাপটে বিপর্যস্ত দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর। হাওড়ায় জমা জলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত ২।
বহু এলাকা বিদ্যুৎহীন, লাগবে সময়, জানালেন মুখ্যমন্ত্রী।
আরও অনেক খবর দেখুন-- সকালের হেডলাইন্স
Continues below advertisement
Tags :
Cyclone Effects Cyclone Amphan Effects Amphan Effects Amphan Cyclone Amphan Devastation Amphan Damage Amphan Destruction Cyclone Amphan Devastation Abp Ananda CM Mamata Amphan Cyclone Update PM Modi