Narendra Modi: 'আদিবাসীসমাজ কে নিয়ে দেশ গর্বের সঙ্গে এগিয়ে যাচ্ছে ' মন্তব্য নরেন্দ্রমাদির | ABP Ananda LIVE
'আদিবাসী সমাজের উন্নতি আমার নিজের ভাবনার সঙ্গে জড়িয়ে আছে । যখন প্রধানমন্ত্রী হইনি, তখন ভারতের কোণে কোণে আদিবাসীদের সঙ্গে সময় কাটিয়েছি । আদিবাসীদের থেকে অনেক কিছু শিখেছি । 'আদিবাসী শিশুদের ভবিষ্যতের উন্নতি বিজেপি সরকারের প্রাথমিক লক্ষ্য । 'নতুন শিক্ষানীতির দৌলতে নিজের ভাষায় পড়তে পারছেন আদিবাসীরা । এই এলাকা মাওবাদী উপদ্রুত ছিল, এখন সব কা বিকাশ নীতির ফলে তাঁরা মূলস্রোতে ফিরে আসছেন । আদিবাসী এলাকায় বিজ্ঞান চর্চা হচ্ছে, তাঁরা যোগাযোগ ব্যবস্থায় উন্নতমানের ফোর জি-র সুবিধা পাচ্ছেন । এই প্রথম কোনও আদিবাসী মহিলা ভারতের রাষ্ট্রপতি' । 'বিজেপির আমলে প্রথম আদিবাসী ইতিহাসকে গুরুত্ব দেওয়া হচ্ছে । অমৃত মহোৎসব দেশের ভুলিয়ে দেওয়া ইতিহাসকে মনে করাচ্ছে । আদি মহোৎসবকে কেন্দ্রীয় সরকার জন আন্দোলনে রূপান্তরিত করবে । আদিবাসীসমাজ কে নিয়ে দেশ গর্বের সঙ্গে এগিয়ে যাচ্ছে ' মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্রমাদির