শিরোনাম: গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলায় ঢুকতে পারে জাওয়াদ, বিপজ্জনক বাড়ির ওপর বিশেষ নজর | Bangla News
পুরীর কাছে পৌঁছেই শক্তি হারাবে ঘূর্ণিঝড় (Cyclone) জাওয়াদ (Jawad)। হবে না ল্যান্ডফল। উপকূল ধরে বাংলায় ঢুকবে গভীর নিম্নচাপ হয়ে। গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬৫ কিমি।
বিপজ্জনক বাড়ির ওপর বিশেষ নজর কলকাতা পুরসভার। খতিয়ে দেখা হচ্ছে নিকাশি ব্যবস্থা। ছুটি বাতিল বিদ্যুৎ দফতরের। খুলছে কন্ট্রোল রুম।
গাঁধী মূর্তির সামনে ধর্নায় রাজ্যসভায় ১২ জন সাসপেন্ডেড সাংসদ। অগণতান্ত্রিক আচরণের অভিযোগে প্ল্যাকার্ড হাতে স্লোগান বিজেপি (BJP) সাংসদদের। পাল্টা স্লোগান বিরোধীদের।
কৃষক আন্দোলন নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। পাঞ্জাবে কঙ্গনা রানাওয়াতকে ঘিরে বিক্ষোভ কৃষকদের। পুলিশ না থাকলে গণপিটুনির শিকার হতাম, পাল্টা অভিনেত্রী।
সিএএ (CAA) কার্যকরে দ্রুত পদক্ষেপ নিক কেন্দ্র। মোদির কাছে আবেদন বঙ্গ বিজেপির। কেন্দ্র সিএএ কার্যকর না করার প্রতিশ্রুতি দিলেও বঙ্গ বিজেপির কেন উল্টো সুর ? পাল্টা তৃণমূল।
ভারতে ২ ওমিক্রন (Omicron) আক্রান্তের সরাসরি সংস্পর্শে ৩৭ জন, অপ্রত্যক্ষ সংস্পর্শে ৪৪৫ জন। ওমিক্রন রুখতে চল্লিশোর্ধদের বুস্টার ডোজ দিতে কেন্দ্রকে পরামর্শ জিনোমিক কনসর্টিয়ামের।
বিশ্বের ৩১টি দেশে ছড়াল ওমিক্রন। আক্রান্ত সন্দেহে দিল্লির হাসপাতালে ভর্তি ১২ জন। জয়পুরে দক্ষিণ আফ্রিকা ফেরত ৪ জন সহ করোনা আক্রান্ত ৯ জন।
পড়ুয়াহীনতায় রাজ্যজুড়ে আপাতত বন্ধ ৮৯টি জুনিয়র হাই ও হাইস্কুল। স্কুলগুলি থেকে শিক্ষক-শিক্ষিকাদের বদলির প্রক্রিয়া শুরু। ক্যাম্পাসে কী হবে, আলোচনা করে সিদ্ধান্ত। খবর সূত্রের।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) পাড়ার ওয়ার্ডে কাটল নির্দল কাঁটা। মনোনয়ন প্রত্যাহার রতন মালাকারের। ভুলস্বীকার করে সটান হাজির তৃণমূল প্রার্থী মমতার ভ্রাতৃবধূর কাছে।
শীতলকুচি গুলিকাণ্ডে এবার নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে তলব জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। আগাম জামিনের আবেদন গুলিকাণ্ডে অভিযুক্ত ৬ সিআইএসএফ (CISF) জওয়ানের।
এজাস পটেলের আগুনে স্পেলের জবাবে ময়াঙ্কের দুরন্ত সেঞ্চুরি। মুম্বইয়ে কিউইদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ময়াঙ্ক-ঋদ্ধিদের ব্যাটে লড়ছে টিম ইন্ডিয়া।
১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। তার আগে পাড়ায় পাড়ায় আড্ডা। কলকাতার না জানা গল্প। কলকাতা সফরে তনিমা সেন। ‘আপনার পাড়ায় তারকা’, সন্ধে ৬.৩০।