Morning Headline: কয়লাকাণ্ডে ইডির তলব ইডির, ইউনিফর্মে বদল সরকারি স্কুলে ও আরও খবর ।Bangla News

Continues below advertisement

কয়লাকাণ্ডে ইডির তলবে দিল্লি গেলেন অভিষেক, আজ হাজিরা।

প্রকাশ্যে যাঁদের কাগজ মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে তাঁদের ডাকে না ইডি-সিবিআই, চোখে ছানি পড়ে যাচ্ছে। আক্রমণ অভিষেকের। অভিযোগ থাকলে আদালতে যান, পাল্টা শমীক।

বিজেপির চার রাজ্যে জয়ের পরেই ডেকে পাঠাল। তদন্তকারী সংস্থাকে নিজের স্বার্থে ব্যবহার বিজেপির, দাবি অভিষেকের।

দিল্লিতে অভিষেকের হাজিরার দিনেই কালীঘাট থানার একটি মামলায় এবার ইডির তিন অফিসারকে তলব। আজ কালীঘাট থানায় হাজিরার নির্দেশ।

সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে এবার নীল-সাদা স্কুল ইউনিফর্ম। ছাত্রদের সাদা জামা, নীল প্যান্ট, ছাত্রীদের নীল-সাদা সালোয়ার কামিজ। ইউনিফর্মে থাকবে বিশ্ব-বাংলা লোগো।

শিক্ষার ওপর দখলদারি চাইছে রাজ্য সরকার। প্রতিক্রিয়া শিক্ষক সংগঠনের একাংশের। রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্ব বাংলার লোগো, প্রতিক্রিয়া সুকান্তর। অযথা রাজনীতি, পাল্টা শোভনদেব।

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় ৫ পুলিশ কর্মীকে ক্লোজ। কর্তব্যে গাফিলতির অভিযোগে পুলিশ লাইনে ক্লোজ করা হল ১ এসআই, ২ কনস্টেবল, ২ হোমগার্ডকে।

১২ এপ্রিল আসানসোলে লোকসভা উপনির্বাচন। পৌঁছলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আজ থেকে প্রচার। মন্দিরে পুজো বিজেপির অগ্নিমিত্রার। কর্মিসভা বাম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়ের।

রাজ্যে এসেই বিজেপির বহিরাগত আক্রমণের জবাব শত্রুঘ্নর।

‘২৫ দিন ধরে ইউক্রেনে লাগাতার হামলা রাশিয়ার। মারিউপোলে শরণার্থী শিবিরে বোমাবর্ষণ। রুশ হামলায় ১১৫ জন শিশুর মৃত্যু, দাবি ইউক্রেনের। আহত বহু।

কিভ-খারকিভে লাগাতার গোলাবর্ষণ রাশিয়ার। কিভে মৃত ২২৮ জন। ধ্বংস ৪০টি বাড়ি, ৬টি স্কুল, ৪টি কিন্ডারগার্টেন। গৃহহীন ১০ লক্ষ মানুষ, উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ।

রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন। শরণার্থী শিবিরে ভিড়। পাশে হাঙ্গেরি, বুদাপেস্ট থেকে সরাসরি এবিপি আনন্দর প্রতিনিধি।

কয়লাকাণ্ডে আজ দিল্লিতে অভিষেককে ইডির জিজ্ঞাসাবাদ। ‘আত্মসমর্পণ করিনি বলে গায়ে জ্বালা’, আক্রমণ অভিষেকের। আদালতে যান, পাল্টা বিজেপি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।

কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সংঘাতের আবহে কলকাতায় তৎপর পুলিশ। কালীঘাট থানার একটি মামলায় আজই ৩ ইডি অফিসারকে তলব। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।

ঝালদায় কাউন্সিলর খুনে কর্তব্যে গাফিলতি, ক্লোজ ৫ পুলিশকর্মী। রাজ্যের এবার নীল-সাদা স্কুল ইউনিফর্ম, সরকারের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram