শিরোনাম: নবান্নে মমতা-গৌতম আদানি বৈঠক, শিল্প নিয়ে কথা | Bangla News
মমতা (Mamata Banerjee) মুম্বই থেকে ফিরতেই নবান্নে গৌতম আদানি (Gautam Adani)। অভিষেকের (Abhishek Banerjee) উপস্থিতিতে এক ঘণ্টারও বেশি সময় বৈঠক। খিদিরপুর, হলদিয়া বন্দরে লগ্নির ইচ্ছাপ্রকাশ।
রাজ্যে বিনিয়োগে আগ্রহী গৌতম আদানি। কথা হয়েছে শিল্পে বাংলার বিপুল সম্ভাবনা নিয়ে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই ট্যুইট। আসতে পারেন শিল্প সম্মেলনে।
বাকি পুরসভার ভোটের (KMC Election) নির্ঘণ্ট যেন এমন না হয়, যাতে একটি দলই লাভবান হয়। পুর-মামলায় মন্তব্য হাইকোর্টের (Calcutta High Court)। একসঙ্গে গণনা সম্ভব কিনা, দেখতে নির্দেশ।
কলকাতা পুরভোট নিয়ে এবার সুপ্রিম কোর্টে বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা। হারের ভয়ে বারবার আদালতে, কটাক্ষ তৃণমূলের (TMC)।
ইউপিএ নিয়ে মমতার কটাক্ষ, জবাব কংগ্রেসের।
১২ সাংসদের সাসপেনশনের প্রতিবাদে উত্তাল সংসদ। বিরোধীদের ওয়াকআউট। সংসদে সেন্সরশিপের অভিযোগ তৃণমূলের।
অন্ধ্র-ওড়িশা উপকূলের দিকে ঘূর্ণিঝড়। সপ্তাহান্তে বাংলার উপকূলেও দুর্যোগের আশঙ্কা। বহু ট্রেন বাতিল। গুজরাতে ১০জন মৎস্যজীবী নিখোঁজ।
ঘূর্ণিঝড় নিয়ে দিল্লিতে বৈঠকে মোদি। মুম্বই থেকে ফিরেই নবান্নে মুখ্যমন্ত্রী। কলকাতা-সহ ৭ জেলায় এনডিআরএফ। সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা।
৯ ডিসেম্বর বাড়ওয়াড়ার সিক্স সেন্সেস ফোর্টে বিয়ে ভিকি-ক্যাটরিনার। রিসর্টের নিরাপত্তারক্ষীদের সরিয়ে নিয়োগ ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। মহারাষ্ট্র থেকে নিয়ে আনা হচ্ছে পুরোহিত।
১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। কী বলছেন ভবানীপুর, রাসবিহারীর ভোটাররা ? ঘুরে দেখলেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। ‘আপনার পাড়ায় তারকা’, সন্ধে ৬.৩০।
বেলাগাম হিংসাই শাসকের মন্ত্র, পেশীবলে ভোট হলে মৃত গণতন্ত্র। বক্তা পার্থ ভৌমিক, স্বপন দাস, অশোক গঙ্গোপাধ্যায়, নজরুল ইসলাম, সায়নদীপ, শ্রীজাত, ঋজু, রঞ্জিত শূর। ‘যুক্তি-তক্কো’, রাত ৮।