Morning Headlines: 'কোভ্যাক্সিন নিয়েও কী করে আমেরিকা সফর?', মোদিকে প্রশ্ন মমতার। Bangla News
কোভ্যাক্সিন নিয়ে পড়ুয়ারা বিদেশে যেতে না পারলেও নরেন্দ্র মোদি কী করে আমেরিকায় গেলেন ? কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন নেই কোভ্যাক্সিনে ? প্রশ্ন মমতার। আগে রাজ্য সামলান, কটাক্ষ বিজেপির।
রাজ্যে লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ। উত্তরপাড়া, উত্তর ২৪ পরগনা, আরামবাগের বিভিন্ন ওয়ার্ডে কনটেনমেন্ট জোন। জলপাইগুড়িতে প্রচার। ভ্যাকসিন নিলেও সতর্ক থাকুন, বার্তা মুখ্যমন্ত্রীর।
ম্যালেরিয়া আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকড়। ভুগছিলেন জ্বরে, পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ। রয়েছেন দিল্লিতে, অবস্থা স্থিতিশীল।
জেলায় সেঞ্চুরি, কলকাতায় একশোর দোরগোড়ায় ডিজেল। লিটারপ্রতি ৩৫ পয়সা বাড়ল ডিজেলের দাম, ৩৩ পয়সা বেড়ে রাজ্যে ১০৯ টাকার গণ্ডি ছাড়াল পেট্রোল।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে তৃণমূল। দড়ি দিয়ে বাস টানলেন পরিবহণকর্মীরা। ট্যাক্স ডাকাতি, কটাক্ষ রাহুল গাঁধীর। ১৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পদযাত্রা কংগ্রেসের।