শিরোনাম: ঘূর্ণিঝড় জওয়াদ আতঙ্ক অন্ধ্র-ওড়িশায়, বাংলায় দুর্যোগের সম্ভাবনা | Bangla News
ল্যান্ডফল না হলেও ঘূর্ণিঝড়ের (Cyclone Jawad) আতঙ্কে কাঁপছে অন্ধ্র-ওড়িশা। পুরীতে ঢোকার আগেই নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। বাংলাতেও সতর্কতা।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় দুর্যোগের আশঙ্কা। সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। উপকূলে ঝোড়ো হাওয়ার সতর্কতা।
সুন্দরবনের কাছ দিয়ে নিম্নচাপ ঢুকবে বাংলাদেশে। দোসর ভরা কটাল। বাংলার উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা। খালি করা হল সমুদ্র সৈকত।
কর্ণাটক, গুজরাতের পর এবার মুম্বই। দুবাই ফেরতের শরীরে মিলল ওমিক্রনের (Omicron) হদিশ। রাজ্যের প্রবেশপথ, বিমানবন্দরে নজর স্বাস্থ্য দফতরের।
ওমিক্রন-উদ্বেগ, ভারতের প্রোটিয়া সফর কাটছাঁট। দক্ষিণ আফ্রিকায় ৩টি একদিনের ও ৩টি টেস্ট খেলবে ভারত। ১৭ ডিসেম্বরের বদলে টেস্ট সিরিজ শুরু ছাব্বিশে।
ভোটে বাধা দিলেই দল থেকে বহিষ্কার। পুরভোটের প্রার্থীদের বৈঠকে কড়া বার্তা অভিষেকের। নিজেকে দলের ঊর্ধেব ভাবলে, ফল ভোগার হুঁশিয়ারি।
দলের কড়া বার্তার পরেও অবস্থানে অনড়। জোড়া পাতা প্রতীকেই লড়ছেন ২ বিক্ষুব্ধ।
শেষ মুহূর্তে কলকাতা পুরভোটের লড়াই থেকে উধাও বিজেপির ২ প্রার্থী। ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার, অভিযোগ বিজেপির। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।
মমতার সফরের পরেই বেসুরো শিবসেনা। জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে দূরে রাখলে শক্তিশালী হবে ফ্যাসিস্ত শাসক, উল্লেখ সামনায়।
কাউকে বাদ দিয়ে জোটের কথা বলেননি মমতা। সামনা প্রসঙ্গে মন্তব্য সৌগতর। ঠিক বলেছে শিবসেনা, মমতার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে খোঁচা কংগ্রেসের।
দুরন্ত অশ্বিন, সিরাজ। ভারতের মাটিতে সর্বনিম্ন ৬২ রান নিউজিল্যান্ডের। ইনিংসে ১০ উইকেট নিয়ে এলিট ক্লাবে কিউই স্পিনার আজাজ পটেল।
১৯ ডিসেম্বর পুরভোট। তার আগে পাড়ায় পাড়ায় আড্ডা। কলকাতার না জানা গল্প। কলকাতা সফরে সপ্তর্ষি মৌলিক। আপনার পাড়ায় তারকা, সন্ধে ৬.৩০।