Morning Headlines: ইজরায়েলি সংস্থাকে দিয়ে ৫০ হাজারের বেশি ফোন ট্যাপ! দ্য গার্ডিয়ানের রিপোর্টে বিতর্ক
ইজরায়েলি (Israel) সংস্থাকে দিয়ে দেশের বিশ্বে ৫০ হাজারের বেশি ফোন ট্যাপ। ১৮০ জন সাংবাদিকের ফোনে আড়ি। তালিকায় মানবাধিকার কর্মীও। হাতিয়ার পেগাসাস স্পাইওয়্যার (Pegasus)। রিপোর্ট ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের।
জঙ্গী, অপরাধীদের উপর নজরদারিতে ব্যবহৃত হয় পেগাসাস স্পাইওয়্যার। মূলত সরকারকেই বিক্রি করে ইজরায়েলি সংস্থা এনএসও (NSO)। বিতর্ক উস্কে দাবি দ্য গার্ডিয়ানের।
নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ। দাবি আইনজীবীদের। "ভয়ঙ্কর প্রবণতা", আক্রমণ তৃণমূলের (TMC)। "কেন্দ্রের নিয়ন্ত্রণ প্রবণতা।" আক্রমণ সুজনের (Sujan Chakraborty)। সরকারি সংস্থা অবৈধভাবে ফোন ট্যাপ করে না। সংসদে আগেই জানায় কেন্দ্র।
আজ সংসদের বাদল অধিবেশনের আগে সর্বদল বৈঠক। পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্যের প্রতিবাদে সাইকেলে করে সংসদে যাবেন তৃণমূল সাংসদরা। "জবাব দিতে তৈরি", জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী।