Morning Headlines July 26: আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
আজ বিকেলে দিল্লি যাচ্ছেন মমতা (Mamata Banerjee), পেগাসাসকাণ্ডে জারি থাকবে আন্দোলন। সংসদে জবাব দিন মোদি-শাহ, দাবি তৃণমূলের (TMC)। নিম্নমানের রাজনীতি বাংলার ভাবমূর্তি নষ্ট করছে, কটাক্ষ দিলীপের (Dilip Ghosh)।
পেগাসাসকাণ্ডে তৃণমূলের পাশে কংগ্রেস (Congress)। ভোটের আগে অভিষেককে নিশানা, নিরাপত্তাহীনতায় ভুগছে বিজেপি। অভিষেকের ছবি দিয়ে ট্যুইট কংগ্রেসের। স্বাগত তৃণমূলের।
১৬ অগাস্ট তৃণমূলের খেলা দিবসের আগে ৯-১৬ আগে 'পশ্চিমবঙ্গ বাঁচাও' দিবস পালন করবে বিজেপি (BJP)।
উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণদের জেলায় জেলায় বিক্ষোভ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে অভিযোগ জমা নেওয়ার কাজ শুরু।
উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার পর বিক্ষোভ দেখিয়েছিল আরামবাগ গার্লস স্কুলের ছাত্রীরা। বিক্ষোভ দেখানোর এক দিনের মধ্যে নম্বর বাড়ল ১৩৭ জনের।
রাজ্যে করোনায় বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। একদিনে আক্রান্ত ৮০৬ জন। দৈনিক সংক্রমণে শীর্ষে দার্জিলিং।
সরকারি রেজিস্টারে কারচুপি করে টিকা চুরি। ডায়মন্ড হারবার বলে সোনারপুরে বেআইনি ক্যাম্পে ৩০ জনকে ভ্যাকসিন দিয়েছিল ধৃত স্বাস্থ্য কর্মী।
বলিউডের পর্নকাণ্ডের ছায়া এবার কলকাতায়। গৃহবধূকে মডেল-অভিনেত্রীর টোপ দিয়ে ছবি তুলে পর্ন সাইটে ভাইরাল করার অভিযোগ। দমদম থেকে ধৃত দুই জনের পুলিশ হেফাজত।
দাপুটে পারফরমেন্স দিয়ে অলিম্পিক্স অভিযান শুরু করলেন সিন্ধু ও মেরি কম। টেবিল টেনিসে থ্রিলার জিতে তৃতীয় রাউন্ডে দুর্ধর্ষ মনিকা।