Morning Headlines: দেবাঞ্জন দেবের ভুয়ো ভ্যাকসিন নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ, সঙ্গে আরও খবর
১। ভ্যাকসিনের (Fake Corona Vaccine) পর এবার আর্থিক প্রতারণা। মাস্ক, স্যানিটাইজার, অক্সিমিটার কিনে দেবাঞ্জনের বিরুদ্ধে কোটি টাকা বকেয়া রাখার অভিযোগ ২ ব্যবসায়ীর। পুরসভার কমিউনিটি হল তৈরির নামেও ৩৬ লক্ষ প্রতারণা।
২। ভুয়ো নিয়োগের একের পর এক অভিযোগ দেবাঞ্জনের ( Debanjan Deb ) নামে। নবান্নের প্যাড জাল করে অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসারকে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী হিসেবে নিয়োগ। কলকাতা পুরসভার ( KMC ) ডেপুটি সেক্রেটারি হিসেবে নিয়োগ এক মহিলাকে।
৩। পুরসভার হলোগ্রাম ব্যবহার করেই মাসে ৫২ হাজার টাকায় গাড়ি ভাড়া করেছিল দেবাঞ্জন। প্রভাব খাটিয়ে বাণিজ্যিক গাড়িকে ব্যক্তিগত গাড়ি হিসেবে ব্যবহার। প্রভাবশালী প্রমাণ করতেই গাড়ির মাথায় লাগিয়েছিল নীল বাতি।
৪। ভুয়ো ভ্যাকসিন নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ। খতিয়ে দেখতে আজ কসবা ও সিটি কলেজে স্বাস্থ্য দফতর ও পুরসভার ক্যাম্প। করা হবে স্বাস্থ্য পরীক্ষা।