Morning Headlines: পুলিশি অনুমতি না মিললেও আজ পুরসভা অভিযানে অনড় বিজেপি

Continues below advertisement

বিজেপি (BJP )র পুরসভা অভিযানে মিলল না অনুমতি। জোর করে করলে ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের। অনুমতি না পেলেও কর্মসূচিতে অনড় গেরুয়া শিবির। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সরকারি আইনজীবী অভিযুক্তকে পরামর্শ দিতে পারেন না। রাষ্ট্রপতির (Jagdeep Dhnkhar) সঙ্গে সাক্ষাতের আগে ট্যুইট ডেরেক-কুণালের। বেলঘরিয়ায় তৃণমূলের অফিসে ঢুকে দুই কর্মীকে মার, পালানোর সময় গুলি চালাল দুষ্কৃতিরা। গ্রেফতার ৬। নেপথ্যে বিজেপি, অভিযোগ মদনের। শিলিগুড়িতেও প্রতারণার ফাঁদ দেবাঞ্জনের। কালিম্পঙে টি বোর্ডের ধাঁচে আলাদা পর্ষদ তৈরির প্রতিশ্রুতি। দায়িত্ব দেওয়ার টোপ দিয়ে ৩ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। কলকাতায় একশো ছুঁই ছুঁই পেট্রোল, কয়েকটি জেলায় সেঞ্চুরি পার। রাফালকাণ্ডে জেপিসির দাবিতে সরব কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ, অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করল সাইবার সেল। বেপরোয়া গতির জেরেই রেড রোডে বাস দুর্ঘটনা, অনুমান ফরেন্সিক বিশেষজ্ঞদের। চালকের ১৪ দিনের পুলিশ হেফাজত। বিবাহ বিচ্ছেদ নিয়ে বিবৃতির পর এবার ভিডিও বার্তা দিলেন আমির-কিরণ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram