Morning Headlines: কসবায় 'হিট অ্যান্ড রান', সরকারের নির্দেশিকা অমান্য করেও হুক্কাবার? সঙ্গে অন্য খবর

Continues below advertisement

ভোররাত পর্যন্ত ফুর্তি, পড়ে হুকাবারের বাইরে অশান্তি। কসবায় (Kasba) মত্ত অবস্থায় বেপরোয়া বিএমডব্লিউ (BMW) গুঁড়িয়ে দিল গাড়িকে। পালাতে গিয়ে রাস্তাতেই দুজনকে পিষে দিল বেপরোয়া বিএমডব্লিউ। গ্রেফতার ৫। কসবায় বেপরোয়া গাড়ির ধাক্কায় বেঘোরে মৃত্যু পথচারীর। গণ্ডগোল থামাতে আহত পুলিশকর্মী। লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। আহত আরও এক। করোনা (Corona) মোকাবিলায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ বার, রেস্তরাঁ। তাও কীভাবে সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গভীর রাত পর্যন্ত খোলা হুকাবার? গ্রেফতার মালিক। দেশজুড়ে ভ্যাকসিনের এক দাম অভিন্ন নীতির দাবি। জনস্বার্থ মামলায় ভ্যাকসিন নীতি নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর হলফনামা দিল রাজ্য। যথেষ্ট টিকা দিলেও বাংলায় করোনা পরীক্ষার হার কম, মমতাকে (Mamata Banerjee) পাল্টা স্বাস্থ্যমন্ত্রক। বেসরকারি হাসপাতালকে টিকা দিতে পারবে না রাজ্য। দ্বিতীয় ডোজ নিতে এলে সরকারি টিকা দান কেন্দ্রের ঠিকানা দিন, চিঠি রাজ্যের। রাজ্যে এবার সিঙ্গেল ডোজ ভ্যাকসিনের ট্রায়াল। কলকাতায় পিয়ারলেস হাসপাতাল-সহ দেশের ৬টি জায়গায় ১০০ জন স্বেচ্ছাসেবককে নিয়ে হবে জনসন অ্যান্ড জনসনের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল। রাজ্যে (West Bengal) বেলাগাম করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৯ হাজার। মৃত ১১২। মৃত্যু হল চিকিৎসক দম্পতির। দূরপাল্লার ট্রেনে ভিনরাজ্যের যাত্রীদের আরটিপিসিআর টেস্ট (RTPCR Test) বাধ্যতামূলক করা হোক, রেলকে চিঠি রাজ্যের। শপথ নিয়েও কার্যত নীরব। বিজেপির পরিষদীয় দলের বৈঠকে গরহাজির থেকে সুব্রত বক্সীর সঙ্গে সৌজন্য বিনিময়। ফিরছেন তৃণমূলে? যা বলার পড়ে বলব, মন্তব্য মুকুলের (Mukul Roy)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram