Morning Headlines 9 July: অমরনাথে গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি, মৃত বেড়ে ১৫

Continues below advertisement

অমরনাথে গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি। ভেসে গেল পুণ্যার্থীদের ২৫টি ক্যাম্প। মৃত বেড়ে ১৫। আপাতত স্থগিত অমরনাথ যাত্রা।

অমরনাথে উদ্ধারকাজে বিপর্যয় মোকাবিলা দল। আহতদের নিয়ে যাওয়া হল হাসপাতালে। লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে কথা মোদি-অমিত শাহের। পরিবারের প্রতি সমবেদনা।

বর্ধমানে কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর ৪ জনের রহস্যমৃত্যু। হোটেলে মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু ? নাকি বিষক্রিয়ার জের ? ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।

মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু, দাবি দুই পরিবারের। ভাতের হোটেলের ২ মালিকেরও মৃত্যু। হোটেলের দুই মালিক মদ খায়নি, প্যানক্রিয়াসের সমস্যা ছিল, দাবি পরিবারের।

নামে খাবারের হোটেল হলেও ছড়িয়ে রয়েছে মদের খালি বোতল। বর্ধমানের বিভিন্ন হোটেলে বেআইনিভাবে মদ বিক্রি হয়, অভিযোগ পরিবারের। দুটি হোটেল সিল করল পুলিশ।

 সংগ্রামপুরের পর বর্ধমান। অবৈধ মদের কারবার, কটাক্ষ অধীরের। রাজ্যজুড়ে দেশি মদ, কর্মসংস্থান কই ? আক্রমণ সুকান্তর। কঠোর পদক্ষেপ নেবে সরকার, আশ্বাস সৌগতর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram