Morning Headlines: ১ মে থেকে ভ্যাকসিন জোগানে কেন্দ্রের কী পরিকল্পনা? কেন্দ্রের কাছে হলফনামা তলব সুপ্রিম কোর্টের
করোনাকালে রাজ্যে সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড। একদিনে ৭৩ জনের মৃত্যু, আক্রান্ত সাড়ে ১৬ হাজার। দিল্লি, উত্তরপ্রদেশের পর বাংলাতেও অক্সিজেনের সঙ্কট। রামপুরহাটে বেডে বসেই রোগীর মৃত্যু। অক্সিজেনের (Oxygen) অভাবে আরও ৪ রোগীর মৃত্যুর অভিযোগ। অক্সিজেনের অভাবে মৃত্যু নয়, অভিযোগ খারিজ হাসপাতালের। রাজ্যজুড়ে ভ্যাকসিনের আকাল। কুঁদঘাটে গভীর রাত থেকে অপেক্ষার পরেও ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ। সঙ্কট এনআরএস (NRS), এসএসকেএমে (SSKM)। বেড বাড়াচ্ছে অ্যাপোলো, সল্টলেকের নারায়ণা নেত্রালয়। ৩০ এপ্রিলের পর ফেরত দিতে হবে উদ্বৃত্ত ভ্যাকসিন। ১ মে থেকে টিকাকরণের জন্য ভ্যাকসিন কিনতে হবে উৎপাদনকারী সংস্থার কাছ থেকেই। বেসরকারি হাসপাতালগুলিকে গাইডলাইন রাজ্য সরকারের। ভ্যাকসিনের (Corona Vaccine) কেন আলাদা আলাদা দাম? আইন রয়েছে, তাও কেন দাম কমাতে ব্যবস্থা নয়? ১ মে থেকে চাহিদা অনুযায়ী ভ্যাকসিনের জোগান দিতে কী পরিকল্পনা? কেন্দ্রের কাছে হলফনামা তলব উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের (Supreme Court)। একটি অ্যাম্বুল্যান্সে ২২ জন করোনা রোগীর মৃতদেহ, অমানবিকতার ভয়ঙ্কর ছবি মহারাষ্ট্রে (Maharashtra) । পরপর ৬ দিন দেশে দৈনিক সংক্রমণ ৩ লক্ষ পার। মৃত প্রায় ৩ হাজার। দিল্লিতে (Delhi) করোনায় মৃত্যুমিছিল। গাজিপুর শ্মশানে গণচিতা। বেলাগাম অক্সিজেন ও ওষুধের সঙ্কট। এটা শকুনের মতো আচরণের সময় নয়, ভেঙে পড়েছে সিস্টেম, কালোবাজারি রোখার নির্দেশ দিয়ে ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের (Delhi High Court)। নৈশ কার্ফু (Night Curfew) না মেনে বিয়েবাড়ি, আগরতলায় জেলাশাসকের (DM) অভিযান। বাড়াবাড়ির অভিযোগের মুখে ক্ষমা চাইলেন ডিএম। রাজ্যে বেলাগাম করোনা (Corona)। দুপুরের পড়ে বরানগর-কামারহাটিতে বাজার বন্ধ। দুই আইনজীবী আক্রান্ত, ১০ দিন হাওড়া আদালতে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত। কমিশনের নির্দেশের পরেই নজরবন্দি অনুব্রত (Anubrata Mondal)। আদালতের ভর্ৎসনার পর টনক নরল কমিশনের (Election Commission)। ২ মে গণনার পর বিজয় মিছিল নয়, শংসাপত্র নেওয়ার সময় প্রার্থীর সঙ্গে দুজনকে অনুমতি। শুধু নির্দেশ নয়, কড়া প্রয়োগ চাই, বলল হাইকোর্ট।