Morning Headlines: আজ মমতা-মন্ত্রিসভার শপথগ্রহণ, শপথ নেবেন মোট ৪৩ জন

Continues below advertisement

আজ শপথ নিচ্ছেন তৃতীয় তৃণমূল সরকারের (TMC Government) ৩৪ পূর্ণ, ৯ প্রতিমন্ত্রী। ভার্চুয়ালে শপথ অমিত মিত্র (Amit Mitra), ব্রাত্য বসুর (Bratya Basu)। প্রথমবার মন্ত্রিসভায় অখিল গিরি, শিউলি সাহা। শপথ নেবেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত, ফিরহাদ, অরূপ, চন্দ্রিমা, সুজিত। চেনা মুখের সঙ্গে মমতার (Mamata Banerjee) মন্ত্রিসভায় এবার একাধিক নতুন মুখ। মন্ত্রী হচ্ছেন মানস ভুঁইয়া, রত্না দে নাগ, হুমায়ুন কবীর থেকে বামআমলের মন্ত্রী পরেশ অধিকারী। প্রতিমন্ত্রীর তালিকায় শিউলি সাহা, মনোজ তিওয়ারি।

রাজ্যে একদিনে করোনা (Corona) আক্রান্ত ১৯ হাজার পার। ২৪ ঘণ্টায় ১২৪ জনের মৃত্যু। সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। একদিনে ৩৪ জনের মৃত্যু। কলকাতায় (Kolkata) একদিনে মৃত ২৮, দার্জিলিংয়ে ৭ জনের মৃত্যু। সল্টলেকের করুণাময়ীতে ফ্ল্যাটে সাড়ে ১৬ ঘণ্টা পড়ে করোনা রোগীর মৃতদেহ। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর উদ্ধার। হাবড়াতে ১২ ঘণ্টা উঠোনে পড়ে প্রৌঢ়াঢ় দেহ। লোক নেই, সাফাই পঞ্চায়েতের। রাজ্যে এল আরও ১ লক্ষ কোভ্যাকসিন (Covaxin)। বাড়ছে অক্সিজেনের চাহিদাও। ১ অগাস্টের মধ্যে ভারতে প্রাণ হারাতে পারে ১০ লক্ষ মানুষ। নিজেদের তৈরি বিপর্যয়ের জন্য দায়ি হবে মোদি সরকারই। সমালোচনা ধামাচাপার চেষ্টা ক্ষমার অযোগ্য, কেন্দ্রকে তুলোধোনা মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেটের (The Lancet)।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram