Morning Headlines: আজ ষষ্ঠ দফার ভোট, চার জেলার এক তৃতীয়াংশেরও বেশি বুথ 'অতি স্পর্শকাতর'

Continues below advertisement

আজ ষষ্ঠ দফার (Sixth Phase) ভোটগ্রহণ। উত্তর ২৪ পরগনার ১৭, পূর্ব বর্ধমানের ৮, উত্তর দিনাজপুর এবং নদিয়ার ৯টি করে আসনে ভোট। চার জেলার এক তৃতীয়াংশেরও বেশি বুথ অতি স্পর্শকাতর (Highly Sensitive) বলে চিহ্নিত। ভোটের আগের রাতে ফের উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। খড়দায় বিজেপি (BJP) প্রার্থীর গাড়িতে বোমাবাজির অভিযোগ। অল্পের জন্য রক্ষার দাবি। কল্যাণী এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ, অবরোধ। টিটাগড়ে ক্লাবে বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ১। কাঁচরাপাড়ায় বোমাবাজি। বেনজিরভাবে শুধু ব্যারাকপুর মহকুমাতেই ১০৭ কোম্পানি বাহিনী, চারজন পর্যবেক্ষক ও দুই পুলিশ পর্যবেক্ষক। ভিক্ষা করুন, ধার করুন, চুরি করুন, অক্সিজেনের ব্যবস্থা করতেই হবে, দেশজুড়ে অক্সিজেন সঙ্কট নিয়ে নির্দেশ দিল্লি হাইকোর্টের (Delhi High Court)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram